ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

‘বিএনপিকে নিয়ে অপপ্রচারে কান দেবেন না’ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৮, ২৪ এপ্রিল ২০১৮

বিএনপিকে নিয়ে নানা ধরনের অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে জানালেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এসব সরকারের প্রপাগান্ডা (প্রচারণা) বলে অভিযোগ করেন তিনি। তাই এসবে কান না দিতে নেতাকর্মীদের আহ্বান জানান খসরু।  

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে নাগরিক সংসদ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, ‘আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে গণতন্ত্রের মাকে মুক্ত করে আনব। আমাদের নিয়ে যত ফেক নিউজ প্রচার করা হোক না কেন, এসবে কান দেবেন না।’

বিএনপি নেতা বলেন, ‘অতীতেও বিএনপিকে ভাঙতে অনেক অপপ্রচার চালানো হয়েছে। সুতরাং এসব নতুন কিছু নয়। খালেদা জিয়াকে কারাগারে নেওয়ার পরও বিএনপিকে ভাঙতে বিভিন্ন অপপ্রচার ও বিভ্রান্তিকর নিউজ করা হয়েছে।’

তিনি আরও বলেন, দেশে কোনও নির্বাচন করতে হলে আগে খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। সব দলের অংশগ্রহণে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। এ ছাড়া কোনও নির্বাচন করতে দেওয়া হবে না।

সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল।

একে//এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি