ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

তারেক রহমানের জাতীয় পরিচয়পত্রেরও সন্ধান নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০১, ২৫ এপ্রিল ২০১৮

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের জাতীয় পরিচয়পত্রের কোনো সন্ধান মেলেনি। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, তার জাতীয় পরিচয়পত্র হয়নি। ছবিসহ ভোটার তালিকায় তিনি অন্তর্ভুক্ত হননি। একই ধরনের তথ্য পাওয়া গেছে বিএনপির কাছ থেকেও। তারেক রহমানের এনআইডির খবর এমন সময় এল যখন তার পাসপোর্ট নিয়ে দুদলের মধ্যে পাল্টা-পাল্টি আলোচনা চলছে।   

২০০৭-২০০৮ সালে দেশে প্রথমবারের মতো ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন করা হয়। ২০০৮ সালের ২৯ নভেম্বর ক্যান্টনমেন্টের ঠিকানায় ভোটার হয়েছেন তারেক রহমানের মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। কিন্তু সেই সময় তারেক ভোটার হননি।

প্রসঙ্গত, ২০০৮ সালে সপরিবারে লন্ডন যাওয়ার পর তারেক রহমান আর দেশে ফেরেননি। লন্ডনে থাকা অবস্থায় বাংলাদেশের আদালতে দুটি মামলায় তার কারাদণ্ডের রায় হয়। তার মা বেগম খালেদা জিয়া বন্দি হওয়ার পর এখন দলের চেয়ারম্যানের দায়িত্বও পালন করছেন তিনি।

তারেক যে পাসপোর্ট নিয়ে লন্ডনে যান তার মেয়াদ ২০১৩ সালে ফুরিয়ে যায় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি বলেছেন, খালেদা জিয়ার ছেলে তার পাসপোর্ট যুক্তরাজ্য সরকারের কাছে ‘স্যারেন্ডার’ করেছেন। এর মধ্য দিয়ে তিনি বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন।

অন্যদিকে বিএনপি বলছে, তারেক রহমান রাজনৈতিক আশ্রয় লাভের জন্য তার পাসপোর্ট যুক্তরাজ্য সরকারের কাছে জমা দিয়েছেন। তিনি বাংলাদেশের নাগরিকত্ব ছাড়েননি।

ছবিসহ ভোটার তালিকা শুরুর সময় ইসি সচিবালয়ের জনসংযোগ পরিচালকের দায়িত্বে থাকা এস এম আসাদুজ্জামান গণমাধ্যমকে বলেন, ওই সময়ে তারেক রহমান ভোটার হননি। ভোটার তালিকায় তার নাম অন্তর্ভুক্ত না হওয়ায় তার জাতীয় পরিচয়পত্র হয়নি বলে গণমাধ্যমকে জানান তিনি। তিনি আরো বলেন, যোগ্য বাংলাদেশির যে কোনো সময় ভোটার হওয়ার সুযোগ রয়েছে।

সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলে ছবিসহ ভোটার তালিকা প্রণয়নের কাজ শুরু হয়। ওই সময় তারেক রহমান কারাবন্দি ছিলেন। মুক্তি পাওয়ার পর তিনি যখন লন্ডনে পাড়ি জমান, তখনও তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় ছিলে।  

এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির গণমাধ্যমকে বলেন, যখন ভোটার তালিকা হয় তখন উনি (তারেক) জেলে ছিলেন। সম্ভবত ওই সময় ম্যাডাম একাই ভোটার হয়েছিলেন। উনি ভোটার হয়েছিলেন কি না শিওর না।

আর/এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি