ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

বিএনপি নেতা শামসুল ইসলাম আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৩, ২৬ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৬:২৪, ২৬ এপ্রিল ২০১৮

ফাইল ছবি

ফাইল ছবি

সাবেক মন্ত্রী ও বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য এম শামসুল ইসলাম আর নেই। আজ বৃহস্পতিবার দুপুর ২ টার পর রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।
শামসুল ইসলাম দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যানসারে ভুগছিলেন। এছাড়া তিনি বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত ছিলেন।
শামসুল ইসলাম দুই ছেলে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর ছেলে সাইফুল ইসলাম বাবু ঢাকা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি।
১৯৯১ সালের মুন্সীগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন শামসুল ইসলাম। এর পর তিনি সরকারের তথ্য মন্ত্রণালয়সহ একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। ২০১৬ সালের আগ পর্যন্ত তিনি দলের স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ কাউন্সিলে বাধ্যর্কজনিত কারণে তাকে স্থায়ী কমিটি থেকে বাদ দেওয়া হয়।
/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি