ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থার অবনতি : মির্জা ফখরুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫০, ২৮ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৮:৫১, ২৮ এপ্রিল ২০১৮

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘আগের চেয়ে খারাপ হয়েছে এবং তা উদ্বেগজনক’ অবস্থায় পৌঁছেছে বলে দাবি করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বিকালে তিনি খালেদা জিয়ার সঙ্গে কারাগারে দেখা করে এসে সাংবাদিকদের এ কথা জানান।

আজ মির্জা ফখরুল ছাড়াও খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খান।  

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করেন বিশেষ আদালতের বিচারক ডা. মো. আখতারুজ্জামান। রায়ে তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ডাদেশ দেন। রায় ঘোষণার পর থেকেই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরোনো কারাগারে আছেন।

এমএইচ/ এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি