ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

দুই সি‌টিতে লেভেল প্লে‌য়িং ফিল্ড তৈ‌রিতে ব্যর্থ ইসি : রিজভী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪২, ২৯ এপ্রিল ২০১৮

গাজীপুর ও খুলনা সি‌টি করপোরেশন নির্বাচ‌নে নির্ব‌াচন ক‌মিশন (ইসি) লে‌ভেল প্লে‌য়িং ফিল্ড তৈ‌রি কর‌তে ব্যর্থ হ‌য়ে‌ছে ব‌লে অভিযোগ ক‌রে‌ছেন বিএন‌পির সিনিয়র যুগ্ম মহাস‌চিব রুহুল ক‌বির রিজভী।

আজ রোববার দুপুরে নয়াপল্ট‌নে বিএন‌পির কেন্দ্রীয় কার্য‌াল‌য়ে এক সংবাদ স‌ম্মেল‌নে রিজভী এ অভিযোগ ক‌রেন।

রুহুল কবির রিজভী ব‌লেন, আসন্ন গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে দুই সিটিতে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশন। এখন পর্যন্ত দুই সিটিতে নির্বাচনী পরিবেশ তৈরি করতে পারেনি ইসি। নির্বাচনী প্রচার শুরু হলেও দুই সিটিতে ক্ষমতাসীনদের বৈধ ও অবৈধ অস্ত্রের ছড়াছড়ি।

বিএনপির এই যুগ্ম মহাসচিব আরও বলেন, সন্ত্রাসীরা এলাকায় এলাকায় দাবিয়ে বেড়াচ্ছে। অন্যদিকে দুই সিটিতে আওয়ামী লীগের দুই প্রার্থীর বিরুদ্ধে কালো টাকার ছড়ানোর অভিযোগ করলেও এবং প্রতিনিয়ত আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ইসিতে জমা দিলেও নির্বাচন কমিশন অন্ধের ভূমিকা পালন করছে।

রিজভী ব‌লেন, আইনশৃঙ্খলা বাহিনীর নিপীড়ন-নির্যাতন চলছে দুই সিটিতে। বিএনপি ও ২০ দলীয় জোটের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে ভয়ভীতি দেখানো হচ্ছে, ক্রসফায়ারের ভয় দেখানো হচ্ছে, এমনকি নেতাকর্মীদের বিনা কারণে গ্রেপ্তার করছে পু‌লিশ। গাজীপুরের পুলিশ এখন ভয়ংকর আতঙ্কের নাম। আর এই আতঙ্কের মহানায়ক হচ্ছেন এসপি হারুন। তাঁর দাপটে গাজীপুরে নিরীহ মানুষ এলাকা ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছেন। বিরোধী দলের তরুণ কর্মীরা কেউ গাজীপুরে অবস্থান করতে পারেন না। আমরা শুরু থেকে গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশিদের প্রত্যাহারের দাবি জানিয়ে আসছিলাম। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী এ ব্যাপারে নির্বিকার। আমি অবিলম্বে গাজীপুরের এসপি হারুনের প্রত্যাহার দাবি করছি।
‘খালেদা জিয়ার অসুস্থতায় গোটা জাতি উদ্বিগ্ন’
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ‘খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে আরো অবনতি হয়েছে। গুরুতর অসুস্থ খালেদা জিয়াকে এখনো তাঁর পছন্দনুযায়ী হাসপাতাল ও ব্যক্তিগত চিকিৎসকদের দ্বারা চিকিৎসার ব্যবস্থা না করে তিলে তিলে কষ্ট দিয়ে সরকার প্রতিহিংসা বাস্তবায়নে চূড়ান্ত লক্ষ্যের দিকে এগোচ্ছে কি না তা নিয়ে জনমনে এখন নানা প্রশ্ন ও শঙ্কা তৈরি হয়েছে। তাঁর স্বাস্থ্যের ক্রমাগত অবনতির খবরে গোটা জাতি এখন চরম উদ্বিগ্ন।’

সংবাদ সম্মেলনে চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, তৈমুর আলম খন্দকার, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সহ দফতর সম্পাদক মো. মুনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি