ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

দায়িত্ব পেলে ছাত্রলীগের মর্যাদা রক্ষা করবো: মাহমুদ মান্না

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৪, ৩০ এপ্রিল ২০১৮

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রীকে ভোট প্রদানের জন্য ছাত্র সমাজকে উদ্বুদ্ধকরণে জোড়ালোভাবে কাজ করবেন বলে জানিয়েছেন ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও ঢাকা কলেজের যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

তিনি বলেন, পরিচ্ছন্ন ছাত্র রাজনীতি করার চেষ্টা করছি। দীর্ঘ ১২ বছর যাবৎ ছাত্র রাজনীতি করছি। এরমধ্যে কেন্দ্রীয় ছাত্রলীগ আয়োজিত বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস, গণ-অভ্যত্থান দিবস, মুজিব নগর দিবস, শহীদল ইসলাম চুন্নু দিবস, জাতির পিতা জন্মদিন, স্বাধীনতা দিবস, জননেত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবসসহ সব জাতীয় দিবসে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে রাজনীতি করছি। ইনশাআল্লাহ আসন্ন বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা মহনাগর উত্তরের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেলে ছাত্রলীগের মর্যাদা রক্ষা করে কাজ করবো।

ছাত্রলীগের সম্মেলন সামনে রেখে এসব কথা বলেন মাহমুদুর রহমান মান্না।

 আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছিলেন, এবারের ছাত্রলীগ সম্মেলনে অনেক চমক থাকবে; সে চমক কি বলে আপনি মনে করেন এমন প্রশ্নের জবাবে মান্না বলেন, দলের হাই-কমান্ড যা বলেছে অনেক বুঝে শুনে চিন্তা করে বলেছেন। এ ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই। তবে এটা বলতে পারি। পরিশ্রমি ছাত্র-নেতা, নিয়মিত মেধাবী ছাত্রদের জননেত্রী শেখ হাসিনা পছন্দ করেন।তারা এবারের ছাত্রলীগ সম্মেলনে মূল্যায়িত হতে পারেন বলে আমি মনে কারি।

নেত্রীর জন্য দায়িত্ব পালন করতে চাই। নেত্রী যে উন্নয়ন করেছে সারা দেশে, সেই উন্নয়নের বার্তা ছাত্র সমাজসহ প্রতিটি মানুষের মাঝে ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করতে চাই। নেত্রীর জন্য ভোট চাওয়াসহ তার দিক নির্দেশনায় পরিচালিত হয়ে মাঠে কাজ রতে চাই বলেও জানান ঢাকা কলেজের মেধাবী এ ছাত্রনেতা।

বিগত সময়ে বিএনপি-জামায়াত-জোট সরকারের আমলে ছাত্রদলের নির্যাতনের শিকার হয়েছেন জানিয়ে তিনি বলেন, আমার গ্রামের বাড়ি ভোলায়। সেখানেই ছাত্রলীগের কাযক্রমের সঙ্গে সম্পৃক্ত থেকেছি। যখন উচ্চশিক্ষার জন্য ঢাকায় আসি। এবং মেধা তালিকায় উত্তির্ণ হয়ে ঢাকা কলেজে ২০০৭-০৮ শিক্ষাবর্ষে পদার্থ বিজ্ঞানে অনার্স করার জন্য ভর্তি হই। তখনই নেত্রীর অবৈধভাবে আটকের ও রাজনীতি নাজুক পরিস্থিতে ছাত্রদলের হামলার শিকার হই। তখন বড় ভাইদের সহায়তায় ছাত্রলীগের সব কর্মকান্ডে নিজেকে সম্পৃক্ত করি। সেই থেকেই ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী হয়ে আজও কাজ করে যাচ্ছি।

আওয়ামী ছাত্র রাজনীতিতে কেন আসা এমন প্রশ্নের জবাবে বর্তমান ঢাকা কলেজের এ আহ্বায়ক বলেন, বাংলাদেশের ইতিহাস যদি আপনি জানেন, কেউ জানার চেষ্টা করে, তাহলে কাদের নাম আসে? এই আওয়ামী লীগ ও বাংলাদেশ ছাত্রলীগ নামই প্রথমে আসবে। এর বাহিরেতো কিছু নেই। জাতির পিতার কারণেই আমার বাংলাদেশ পেয়েছি। তাঁর বাহিরে যাই কিভাবে। যদি বাঙালি হিসেবে নিজেকে পরিচয় দিতে চাই, তাহলে বঙ্গবন্ধু আদর্শের রাজনীতি করতে হবে। আমিও তাই করছি। প্রথম জীবনে কাদের আদর্শে আদর্শিত হয়ে রাজনীতিতে আসলেন। জবাবে এই ছাত্রনেতা বলেন, আমি আওয়ামী পরিবারের ছেলে। পরিবারের সবাইকে দেখেছি সৎভাবে চলাফেরা করতে। আর একটি কথা আমার বাড়ি ভোলা হওয়াতে আরেক মহান নেতার সান্নিধ্য আমি পেয়েছি সে হলো তোফায়েল আহমেদ। তাকে ছোটোবেলা থেকে দেখই বড় হয়েছি। তাকে দেখে উদ্দুদ্ধ হবো এটাই স্বাভাবিক। এরপরে যখন বুঝতে শেখেছি তারপরে জননেত্রীর শেখ হাসিনা উন্নয়ন মূলক রাজনীতি দেখেছি,জীবন বিপন্ন রেখে কাজ করতে দেখেছি। এরপর যখন ঢাকায় আসি প্রিয় কিছু বড়ভাইদের সহায়তায় পুরোপুরি রাজনীতে নিজেকে সম্পৃক্ত করেছি। যা অব্যাহত রাখতে চাই। সর্বপরি আগামী ১১ ও ১২ মে কেন্দ্রীয় ছাত্রলীগের সম্মেলনকে সফল করতে সবার দোয়া ও ভালোবাসা চাই।

/ এসএইচএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি