ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

শেখ হাসিনাই নির্বাচনকালীন সরকার প্রধান থাকবেন: তোফায়েল   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৩, ১ মে ২০১৮

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আগামী নির্বাচন বর্তমান সরকারের অধীনেই হবে। আর শেখ হাসিনাই নির্বাচনকালীন সরকারের প্রধান থাকবেন। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন।

মঙ্গলবার (১ মে) দুপুরে ভোলা জেলা শ্রমিকলীগ আয়োজিত মে দিবসের শ্রমিক লীগ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।    

আগামী নির্বাচনে কোনো তত্ত্বাবধায়ক সরকারও আসবে না, কোনো সহায়ক সরকারও আসবে না উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, সকল দলের অংশ গ্রহণের মধ্য দিয়েই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। যারা অতীতে নির্বাচনে অংশ গ্রহণ করেননি নিশ্চয় তারা ভুল করেছেন। এখন তারা তাদের সেই ভুল উপলব্ধি করেছেন। আগামী দিনে যদি নির্বাচন না করেন তাহলে আবারও ভুল হবে। এই সরকার দৈনন্দিন কাজ করবে। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন।

ভোলা জেলা শ্রমিকলীগের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত মে দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন- জেলা আওয়ামী লীগ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু, ভোলা পৌর মেয়র মনিরুজ্জামানসহ দলীয় নেতৃবৃন্দ।

এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি