ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

শ্রমিকদের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না: পর্যটনমন্ত্রী 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৬, ১ মে ২০১৮

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল বলেছেন, শ্রমিকদের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। তাদেরকে তুই-তুকারি করা যাবে না। তাদেরকে সম্মান করে কথা বলতে হবে। তাদের বিপদে-আপদে এগিয়ে আসতে হবে।   

আজ মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর কালেক্টরেট ভবন প্রাঙ্গণে শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পর্যটনমন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শ্রমিকবান্ধব ছিলেন। বঙ্গবন্ধু শ্রমিকদের অধিকার আদায়ের জন্য জাতীয় শ্রমিক লীগ গঠন করেন। তিনি শ্রমিকদের সাথে আপনি করে কথা বলতেন। শ্রমিকদের জন্য ৮ ঘন্টা কাজ করার সময় নির্ধারণ করা হয়েছে। এর বেশি কাজ করতে বললে আপনারা করবেন না। এটা আপনাদের গণতান্ত্রিক অধিকার, বাঁচার অধিকার।

তিনি আরো বলেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধু ২২ কোটি টাকা ব্যয়ে রায়পুরের রাখালিয়ায় একটি টেক্সটাইল মিল করে দিয়েছেন। ভাগ্যের নির্মম পরিহাস খালেদা জিয়া রায়পুর আসনের এমপি হবার পর লক্ষ্মীপুরের জনগণের বুকে লাথি মেরে সে টেক্সটাইল মিলটা বন্ধ করে দিয়েছে। পরে টেক্সটাইল মিলটা ওই এলাকার একজন শিল্পপতির কাছে ৫ কোটি টাকায় বিক্রি করে দিয়েছেন।

মন্ত্রী বলেন, শিশুদেরকে গার্মেন্টস, পরিবহন ও নির্মাণ শ্রমিকসহ বিভিন্ন পেশায় কাজ করতে দেখা যায়। কিন্তু শিশুশ্রম বেআইনি এবং জঘন্য অপরাধ। শ্রমিক আইন অনুযায়ী ১২ বছরের নিচে কোনো শিশু শ্রমিক হতে পারে না। শিশুশ্রমে মানবাধিকার লঙ্গন হচ্ছে।

শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, শ্রমিকদেরকে তাদের অধিকার আদায় করে নিতে হবে। তাদের সম্মান আদায় করে নিতে হবে। তবে বেআইনিভাবে আপনারা হরতাল করবেন না, মিল-কারখানা বন্ধ রাখবেন না।

জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রিয়াজুল কবির, সিভিল সার্জন ড. মোস্তফা খালেদ আহম্মদ, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুর নয়ন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, জেলা শ্রমিক লীগের আহবায়ক মামুনুর রশিদ ও যুগ্ম-আহবায়ক ইউছুফ পাটওয়ারী প্রমুখ।

এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি