ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

ছাত্রলীগের মনোনয়নপত্র বিতরণ শুরু আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৩, ২ মে ২০১৮ | আপডেট: ০৯:৪৬, ২ মে ২০১৮

আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম সংগঠন ছাত্রলীগের ২৯তম সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ১১ ও ১২ মে। এ উপলক্ষে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য আজ বুধবার থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হচ্ছে। এই প্রক্রিয়া চলবে তিন দিন।
আগামী ৪ মে পর্যন্ত ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মনোনয়ন পত্র সংগ্রহ করা যাবে। আর মনোনয়নপত্র জমা দেওয়া যাবে আগামী ৫ মে রাত ৮টা পর্যন্ত।
ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি