ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

ইসিকে মেরুদণ্ডহীন বললেন ফখরুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৩, ২ মে ২০১৮

বর্তমান নির্বাচন কমিশনকে মেরুদণ্ডহীন বলে উল্লেখ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ইসির সুষ্ঠু নির্বাচন করার কোনও যোগ্যতাই নেই। তারা সরকারের ইচ্ছে পূরণে কাজ করছে বলে অভিযোগ করেন ফখরুল।

বুধবার রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি মহাসচিব বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হারবে জেনে খালেদা জিয়া ও বিএনপিকে ছাড়া সরকার একতরফা নির্বাচন করতে চায়। আর বর্তমান নির্বাচন কমিশন সরকারের ইচ্ছে পূরণে কাজ করছে। তাই তাদের দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব না।

মির্জা ফখরুল বলেন, সরকার যে নির্দেশ দিচ্ছে নির্বাচন কমিশন তাই বাস্তবায়ন করছে। তাদের নিজস্ব কোনও চিন্তাভাবনা নেই। জনগণের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে সীমানা নির্ধারণের যে নিয়ম রয়েছে, সেটিও পালন করছে না তারা।

আওয়ামী লীগ রাজনীতিকে একটি ভয়াবহ অন্ধকার গহ্বরের দিকে নিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। বলেন, নির্বাচন নিয়ে বিরোধী দলের সঙ্গে কোনও আলোচনা না করে, জনগণের মতামতকে উপেক্ষা করে একদলীয় শাসনব্যবস্থা পাকাপোক্ত করতেই সরকারের এ প্রচেষ্টা।

একে// এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি