ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

শেখ হাসিনাকে ফের ক্ষমতায় আনতে হবে: আজম   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১২, ২ মে ২০১৮

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, শেখ হাসিনাকে ফের ক্ষমতায় নিয়ে আসতে হবে। কারণ বিএনপি জামায়াত যদি ক্ষতায় আসে তাহলে প্রধানমন্ত্রী হবে তারেক জিয়া। আর তারেক জিয়া প্রধানমন্ত্রী হলে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস হয়ে যাবে।   

আজ দুপুরে জামালপুর জেলা পরিষদ কর্তৃক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে ৪৮ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর প্রতিজনকে ১০ হাজার টাকা হিসেবে ৪ লক্ষ ৮০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ, পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা জিএসএম মিজানুর রহমান। এছাড়াও জেলা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।   

এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি