ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

ফের প্রচারণা শুরু মঞ্জুর   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৭, ৩ মে ২০১৮ | আপডেট: ১৬:৫১, ৩ মে ২০১৮

খুলনা সিটি করপোরেশন নির্বাচনের সব ধরনের প্রচার প্রচারণা স্থগিত ঘোষণা করেছিলেন বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। দলীয় নেতাকর্মীদের ওপর নির্যাতন ও গ্রেফতারের অভিযোগে বৃহস্পতিবার সকাল ৯টায় তিনি এ ঘোষণা দেন। পরে একই দিন বেলা ১টার পর ফের প্রচারণা শুরু করেন। 

বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, শত অত্যাচার-নির্যাতন সত্ত্বেও বিএনপি নির্বাচন থেকে সরে যাবে না। এই শহরের জনগণ বিএনপির পাশে আছে। আর সরকারি দলের পাশে রয়েছে পুলিশ-সন্ত্রাসী ও কালো টাকা। তারপরও কোনও অবস্থাতেই আমরা নির্বাচনী বিজয় ছিনিয়ে নিতে দেব না।

বৃহস্পতিবার দুপুরে দলীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।   

মঞ্জু অভিযোগ করে বলেন, পুলিশ বিএনপি নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে নির্যাতন করছে। বুধবার সারা রাত তারা তাণ্ডব চালিয়েছে। বিএনপি নেতা আসাদুজ্জামান মুরাদ ও যুবদল নেতা মাহবুব হাসান পিয়ারুসহ ২১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে। সারা রাত আমাদের নেতাকর্মীরা নির্ঘুম কাটিয়েছেন। আমি রাতেই রিটার্নিং অফিসার ও পুলিশ কমিশনারকে ফোন দিয়েছি। কিন্তু কেউ আমার ফোন ধরেনি। ভয়ার্তভাবে আমার নেতাকর্মীরা বৃহস্পতিবার ভোরে আমার বাড়িতে এসেছে। আমি তাদের বলেছি, আমরা কোনও অবস্থাতেই নির্বাচন থেকে সরে যাব না। এই শহরের মানুষ আমাদের সঙ্গে আছে।

তিনি বলেন, বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করে আতঙ্ক ছড়ানো হচ্ছে যেন ২০ দলীয় জোটের নেতাকর্মীরা মাঠে না থাকতে পারে। গতকালই আমরা এ বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েছি। কিন্তু তারা কোনও ব্যবস্থা গ্রহণ করেনি। তফসিল ঘোষণার পর সবকিছু পরিচালনা হয় নির্বাচন কমিশনের অধীনে। কিন্তু এখানে তা হচ্ছে না। আগামী ৬ মে প্রধান নির্বাচন কমিশনার খুলনায় আসবেন। তিনি আসার আগে যদি এসব অভিযোগের নিষ্পত্তি করে আসেন তাহলে তার বৈঠক বর্জন করা ছাড়া কোনো উপায় থাকবে না।

এসময় সেখানে উপস্থিত ছিলেন ২০ দলীয় জোটের প্রধান নির্বাচন সমন্বয়কারী বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, মশিউর রহমান প্রমুখ।

এসি 

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি