ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

ড. এমএ রহিম আ.লীগের ধর্মবিষয়ক উপ-কমিটির সদস্য মনোনীত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৩, ৪ মে ২০১৮

বাংলাদেশ আওয়ামী লীগের ধর্মবিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির  সদস্য পদে মনোনীত হয়েছেন অধ্যাপক ড. এম এ রহিম।

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য খন্দকার গোলাম মাওলা নকশেবন্দীর স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ সদস্য পদ মনোনীত করেন।

এ ব্যাপারে অধ্যাপক ড. এম এ রহিমের মতামত জানতে চাইলে তিনি বলেন, ‘উপমহাদেশের ইতিহাস-ঐতিহ্যের বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী হয়ে নিজেকে গর্ববোধ করছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে বিশ্বনেত্রী শেখ হাসিনার নেতৃত্বকে শক্তিশালী করাই আমার মুল লক্ষ্য থাকবে।’

কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের সন্তান অধ্যাপক ড. এম এ রহিম বর্তমানে সিঙ্গাপুরে বাংলাদেশের ব্যবসায়িক সংগঠন ‘বাংলাদেশ বিজনেস চেম্বার (বিডিচ্যাম) সহ-সভাপতি।

কেআই/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি