ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

কোটা আন্দোলনে বিএনপির ষড়যন্ত্র ছিল : কাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৭, ৬ মে ২০১৮ | আপডেট: ১৮:৪৪, ৬ মে ২০১৮

কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে বিএনপির ষড়যন্ত্র ছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে দেশে অস্থিতিশীলতা করার পেছনে লন্ডনে বিএনপির নেতাদের ষড়যন্ত্র ছিল।
আজ রোববার সকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ২২টি উনয়নমূলক কাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে মন্ত্রী এসব কথা বলেন। এদিন আরো চারটি কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
দুর্নীতি মামলায় দণ্ডিত দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি রাজনীতি করছে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বেগম জিয়ার অসুস্থতায় মানবিক দিক থেকে সরকারের যা যা করণীয় জেল কোর্ড অনুযায়ী চিকিৎসকরা সব ব্যবস্থাই নিচ্ছেন। তার অবস্থার অবনতি হলে করণীয়ও সক্রিয় বিবেচনায় রয়েছে। কিন্তু বেগম জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি রাজনীতি শুরু করছে। সুযোগ পেলেই তারা ইস্যু খোঁজার চেষ্টা করে।
বিএনপির গঠনতন্ত্র সংশোধনের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচনে আসার জন্য রাতের আঁধারে বিএনপি তাদের সংবিধান পরিবর্তন করেছে এবং তাদের গঠনতন্ত্র থেকে ৭ ধারা বাতিল করে নিজেদের আত্মস্বীকৃত দুর্নীতিবাজ হিসেবে প্রমাণ করল। এখন যেকোনো দুর্নীতিবাজ বিএনপি ক্ষমতায় গেলে নেতা ও মন্ত্রী হতে পারবেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি আন্দোলনে জনগণের সাড়া না পেয়ে এখন বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে এবং নালিশ করছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ১৯৭৫-পরবর্তী সরকারগুলো এ দেশে নারীর জন্য কোনো কাজ করেনি। এ সরকার নারীর প্রতি সম্মান দেখিয়ে জাতীয় পরিচয়পত্রে মায়ের নাম সংযোজন করেছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খানের সভাপতিত্বে  উপজেলা পরিষদ মাঠে আয়োজিত অনুষ্ঠানে আরো বক্তব্য দেন নোয়াখালী জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার, পুলিশ সুপার ইলিয়াছ শরীফ, উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, বসুরহাট পৌরসভার মেয়র মির্জা আবদুল কাদের মির্জা।
/এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি