ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

বিএনপি নেতা নোমান গাজীপুরে আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৮, ৬ মে ২০১৮

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানকে আটক করা হয়েছে। রোববার বিকালে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকারের টঙ্গীর বাড়ি থেকে বেরুনোর সময় তাকে আটক করা হয়। আবদুল্লাহ আল নোমানের সহকারী হিরু গণমাধ্যমকে বিষয়টি জানান। এ সময় আরও ১০ নেতাকর্মীকে আটক করা হয় বলে দাবি করেন হিরু।

হিরু বলেন, হাসান উদ্দিন সরকারের বাড়ি থেকে সংবাদ সম্মেলন করে বের হওয়ার পর টঙ্গী থানার পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বলেন, আবদুল্লাহ আল নোমান নির্বাচনি প্রচারণার কাজে টঙ্গিতে হাসান সরকারের বাড়িতে ছিলেন। সেখানে সংবাদ সম্মেলন করার পরই তাকে আটক করা হয়।

উল্লেখ্য, গাজীপুর সিটি করপোরেশনে আগামী ১৫ মে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এর ১০ দিন আগে আজ রবিবার একটি রিটকে আমলে নিয়ে নির্বাচন ৩ মাসের জন্য স্থগিত করে হাইকোর্টের একটি বেঞ্চ। এসময় বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকারের পক্ষে নির্বাচনি প্রচারণায় তার বাড়িতে ছিলেন বিএনপির এই নেতা। সেখান থেকে বের হওয়ার সময় গ্রেফতার হন নোমান।

টঙ্গী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

এমএইচ/ এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি