ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

বিরতির পর খালেদা জিয়ার জামিনের শুনানি ফের শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৫, ৮ মে ২০১৮

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিনের বিরুদ্ধে করা আপিলের শুনানি বিরতির পর ফের শুরু হয়েছে। দুদকের আইনজীবীর পর বিএনপি চেয়ারপারসনের আইনজীবী যুক্তিতর্ক তুলে ধরার সময় আদালত বেলা সাড়ে ১১টা পর্যন্ত বিরতিতে যায়। পরে বেলা ১১টা ৪৯ মিনিটে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চে ফের এ শুনানি শুরু হয়।

দুদকের পক্ষে শুনানি শুরু করেন আইনজীবী খুরশীদ আলম খান। আর খালেদা জিয়ার জামিনের পক্ষে যুক্তিতর্ক তুলে ধরছেন তার আইনজীবী এজে মোহাম্মদ আলী।

রাষ্ট্রপক্ষে উপস্থিত আছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং খালেদার পক্ষে মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, খন্দকার মাহবুব হোসেন ও জয়নুল আবেদীন প্রমুখ।

এ ছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরীকে আদালতে উপস্থিত রয়েছেন বলে জানা যায়।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি