ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

ইসির সঙ্গে বৈঠকে আওয়ামী লীগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৪, ৯ মে ২০১৮

বাংলাদেশ আওয়ামী লীগের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে। বুধবার বিকেলে সিইসি কে. এম. নুরুল হুদার সভাকক্ষে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রতিনিধি দলের সদস্যরা হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ ও আবদুর রহমান, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ ও কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট রিয়াজুল কবির কাওসার।

অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষে উপস্থিত আছেন সিইসি কে. এম. নুরুল হুদা, নির্বাচন কমিশনার মাহাবুব তালুকদার ও শাহাদাৎ হোসেন চৌধুরী, নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।

 

এমএইচ/ এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি