ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

বাংলাদেশ ছাত্রলীগের সম্মেলন

স্লোগানে স্লোগানে মুখর সোহরাওয়ার্দী উদ্যান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫১, ১১ মে ২০১৮ | আপডেট: ১২:১৪, ১২ মে ২০১৮

বাংলাদেশের বৃহত্তম প্রাচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। প্রাচীন এ সংগঠনের ২৯তম জাতীয় সম্মেলন আজ শুক্রবার শুরু হয়েছে। শেষ হবে আগামীকাল শনিবার।  সম্মেলনকে কেন্দ্র করে এরইমধ্যে স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠেছে সমাবেশ কেন্দ্র। জুমা নামাজের পর থেকে নেতাকর্মীরা জড় হতে থাকে সোহরাওয়ার্দী উদ্যানে। সোহরাওয়ার্দী উদ্যানে বিকেল সাড়ে ৩টায় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে দুই দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করবেন।

জানা গেছে, অন্তত দুই প্রজন্ম আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত এমন পরিবারের সন্তানদের এবং বিভিন্ন সময়ে মাঠের রাজনীতিতে সক্রিয় মেধাবী ছাত্রদেরকে এবার সম্মেলনে গুরুত্ব দেওয়া হবে। সক্রিয় ও ত্যাগী ছাত্রদের হাতে এবার ছাত্রলীগের নেতৃত্ব তুলে দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ছাত্রলীগের সম্মেলনকে সফল করতে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। 

টিআর/এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি