ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

ছাত্রলীগের কমিটি হতে দু’-একদিন দেরি হবে: জাকির হোসাইন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৮, ১২ মে ২০১৮

সম্মেলন হলেও ছাত্রলীগের কমিটি ঘোষণা আজ হচ্ছে না। কমিটি ঘোষণা হতে দু’একদিন দেরি হবে বলে জানিয়েছেন সংগঠনটির বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। পরবর্তী নেতৃত্ব নির্ধারণে শনিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক শেষে ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনের ২য় অধিবেশনে তিনি এসব কথা বলেন।
জাকির হোসাইন বলেন, আমরা প্রার্থীদের তালিকা প্রধানমন্ত্রীর কাছে জমা দিয়েছি। নতুন নেতৃত্বের নির্বাচনে শেখ হাসিনার সিদ্ধান্ত মেনে নেবে ছাত্রলীগ। আশা করছি দু’একদিনের মধ্যে প্রধানমন্ত্রী ছাত্রলীগকে নতুন কমিটি উপহার দেবেন।
এর আগে আজ রাজধানীর আইইবিতে বেলা সাড়ে দশটার পর নেতৃত্ব নির্বাচনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু হয়। পরে ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ বেলা ১১টার দিকে অধিবেশন মুলতবি ঘোষণা করেন।
সভাপতির বক্তব্যে সংগঠনের সভাপতি সাইফুর রহমান সোহাগ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের জন্য সকল ইউনিটকে আনন্দ মিছিল করার নির্দেশ দেন।
/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি