ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

স্যাটেলাইট উৎপক্ষণ সফল হওয়ায় ছাত্রলীগের আনন্দ মিছিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৮, ১৩ মে ২০১৮ | আপডেট: ১৩:৫০, ১৩ মে ২০১৮

সফলভাবে বঙ্গবন্ধ-১ স্যাটেলাইট উৎপক্ষণ হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে বাংলাদেশ ছাত্রলীগ। মিছিল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণঢালা অভিনন্দন জানানো হয়।
আজ রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় অপরাজয় বাংলার পাদদেশে থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার, মধুর ক্যান্টিন, বিজনেস ফ্যাকাল্টি, বিজয় একাত্তর হল, বসুনিয়া, ভিসি চত্বর, শহীদ মিনার হয়ে কার্জন হল হয়ে শাহবাগ এসে শেষ হয়।
মিছিল শেষে সমাবেশে ছাত্রলীগ সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেন, প্রধানমন্ত্রীর কল্যাণে আজ স্যাটেলাইটের দেশে প্রবেশ করছে বাংলাদেশ। আজ উন্নয়নের মহাসড়কে দেশ। এর অবদান একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান তিনি।
ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাই। তিনি আমাদের স্যাটেলাইটের দেশ দিয়েছেন।  বঙ্গবন্ধু আমাদের সোনার বাংলা দিয়েছে আর শেখ হাসিনা আমাদের উন্নায়নশীল দেশ দিয়েছেন।
মিছিলে ছাত্রলীগের কেন্দ্রীয়সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটের প্রায় ২ হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি