ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

মাঠেই ফাইনাল খেলা হবে: নাসিম  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৭, ১৩ মে ২০১৮ | আপডেট: ১৯:০১, ১৩ মে ২০১৮

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন,‘জামায়াতকে ছেড়ে নির্বাচনে আসেন, মাঠ ছেড়ে পালাবেন না। মাঠেই খেলা হবে, ফাইনাল খেলা। ফাউল করলে জনগণ লালকার্ড দেখিয়ে দেবে।’

আজ রোববার দুপুরে ফেনী সার্কিট হাউসে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন।   

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। আর সেটা হবে বিজয়ের মাস ডিসেম্বরে। খালেদা জিয়ার চক্রান্ত প্রতিহত করতে হবে। ২০১৪ সালে নির্বাচন হয়েছে বলেই সরকার আছে। কাউকে ছাড় দেওয়ার প্রশ্নই আসে না। কারও সঙ্গে আপস নয়’।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু মহাকালের স্বপ্ন দেখেছেন, বঙ্গবন্ধুকন্যা সেটা বাস্তবায়িত করছেন। বঙ্গবন্ধু স্যাটেলাইট বঙ্গবন্ধুর নাম নিয়ে মহাকাশে ঘুরছে, এখন বিএনপির মাথাও ঘুরছে।’

দেশে জঙ্গি দমন হয়েছে, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে ও কৃষক ধানের ন্যায্য দাম পাচ্ছেন বলেও মন্তব্য করেন মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘সম্প্রতি মালয়েশিয়ায় নির্বাচন হয়েছে। মাহাথির জয়ী হয়েছেন। সেখানেও বর্তমান সরকারের অধীনে নির্বাচন হয়েছে। ভারত ও আমেরিকাতেও ক্ষমতাসীন দলের অধীনে নির্বাচন হয়। বাংলাদেশেও শেখ হাসিনার নেতৃত্বে সরকারের অধীন নির্বাচন হবে।’

জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন ফেনীর সংরক্ষিত নারী সাংসদ জাহান আরা বেগম, ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি করিম উল্যা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল করিম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল প্রমুখ।

ফেনী-১ আসনের সাংসদ ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) সাধারণ সম্পাদক শিরিন আখতার, সাবেক শিল্পমন্ত্রী ও সাম্যবাদী দলের নেতা দিলীপ বড়ুয়া, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, ওয়ার্কার্স পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য আনিছুর রহমান মল্লিকসহ ১৪ দলের নেতা-কর্মীরা সভায় উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী বিকেলে ৩১ শয্যার ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যায় উন্নীতকরণে বর্ধিত ভবনের নির্মাণকাজের ভিত্তিফলক উন্মোচন করেন।  

এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি