ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

মাঠ ফাঁকার পরিকল্পনা নেওয়া হয়েছে : মঞ্জু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৮, ১৪ মে ২০১৮

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র পদপ্রার্থী নজরুল ইসলাম মঞ্জু অভিযোগ করেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে বিএনপি অধ্যুষিত এলাকায় ব্লকরেইড দিয়ে ভোটের মাঠ ফাঁকা করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

আজ সোমবার সকালে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে ধানের শীষ প্রতীকের প্রার্থী এই অভিযোগ করেন। গতকাল মধ্যরাতে এই সিটির ভোটের প্রচারকাজ আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। কাল মঙ্গলবার এ সিটিতে ভোট হবে।

এ পর্যন্ত প্রায় ১৩৭ জনের গ্রেফতার হওয়ার কথাও বলেন বিএনপির প্রার্থী। এ গণগ্রেফতারের সংখ্যা আরও অনেক বলে দাবি করেন মঞ্জু।

সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম মঞ্জু বলেন, ভোটকেন্দ্রেই শুরু হবে জাল-জালিয়াতি এবং সিল মারার মহোৎসব। আজকে রাত ১২টা থেকে গ্রেফতার অভিযান আরও বাড়বে, সেই তথ্য আমরা পেয়েছি তাদের কাছ থেকে। আজকে রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত যাকে ব্লকরেইড বলে, বিএনপি অধ্যুষিত বেশি ভোট ব্যাংক এলাকা সেখানে ব্লকরেইড দিয়ে আগামীকাল ভোট থেকে মাঠ ফাঁকা করার পরিকল্পনা তাদের আছে।

বিএনপির প্রার্থী অভিযোগ করেন, গণগ্রেফতার থামছেই না, এটি এখন আমাদের সহনীয় হয়ে গেছে। তিনি আরও বলেন, প্রথমদিন ৫৫ জন, তারপরে ২১ জন, তারপর পাঁচজন, তারপরে সাতজন, তারপর ২১ জন, তারপরে গতকাল রাতে ১৮ জন। এ ছাড়া শরিক দলের ১০ জন, সব মিলিয়ে আমার হিসেবে ১৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু এই সংখ্যা আরও অনেক বেশি।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি