ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

আন্দোলনের মাধ্য‌মে খা‌লেদা জিয়া‌কে মুক্ত করতে হবে: মোশাররফ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩০, ১৪ মে ২০১৮

বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস্য খন্দকার মোশাররফ হো‌সেন ব‌লে‌ছেন, ‘খালেদা জিয়া আদাল‌তের রা‌য়ে জামিন পে‌লেও কারাগার থেকে যেন বের হতে না পারে সেই নীল নকশাই করছে সরকার। তাই আন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করতে হবে।   

মঙ্গলবার (১৪ মে) দুপুরে ‘দেশনেত্রী মু‌ক্তি সংগ্রাম প‌রিষদ’ আ‌য়ো‌জিত এক প্র‌তিবাদ সভায় জাতীয় প্রেস ক্লা‌বের কনফারেন্স লাউঞ্জে এ মন্তব্য করেছেন তিনি।

এসময় মোশাররফ ব‌লেন, ‘খালেদা জিয়ার জামিন হবে, কিন্তু সরকার চেষ্টা করবে জামিন পাওয়ার পরও কারাগার থেকে যেন তিনি বের হতে না পারেন, সেই নীল নকশাই করা হচ্ছে। তাই শুধু আদালতের দিকে তাকিয়ে থাকলে হবে না। রাজনৈতিকভাবেও কঠোর আন্দোলনের মাধ্য‌মে খা‌লেদা জিয়া‌কে মুক্ত করতে হবে।’

গাজীপুর ও খুলনা সি‌টি কর‌পো‌রেশন নির্বাচ‌নে আওয়ামী লী‌গের কোনও জনসমর্থন নেই দাবি করে খন্দকার মোশাররফ বলেন, ‘যখন সরকার দেখতে পেয়েছে, গাজীপুর সি‌টি নির্বাচ‌নে বিএন‌পির গণজোয়ার সৃষ্টি হয়েছে তখনই আদালতের মাধ্য‌মে নির্বাচন স্থগিত করিয়ে দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘খুলনা এখন ভয়ের নগরীতে পরিণত হয়েছে। বিএন‌পির প্র‌তি‌টি নেতাকর্মী এবং এ‌জেন্টদের বা‌ড়ি গিয়ে পু‌লিশ হয়রানি করছে, গ্রেফতারসহ নানান ধর‌নের ভয়ভীতি দেখা‌চ্ছে। আওয়ামী লীগ আবা‌র ২০১৪ সালের মতো ভোট ডাকাতি করার চেষ্টা অব্যাহত করছে।’

এই সরকারকে অবৈধ দাবি করে খন্দকার মোশাররফ হো‌সেন বলেন, ‘ভোট ছাড়া গা‌য়ের জো‌ড়ে আজ‌কে ক্ষমতায় সরকার । ২০১৪ সালের নির্বাচনের নামে এক নাটক করেছে, তাই আওয়ামী লীগ দেশ বিদেশে এখন অবৈধ সরকার। এই সরকার আন্তর্জাতিক ভাবে স্বৈরাচার স্বীকৃতও পে‌য়ে‌ছে।’

কোটা বাতিলের প্রজ্ঞাপন জারি নিয়ে কালক্ষেপণ করা হচ্ছে এমন অভিযোগ করে এই বিএনপি নেতা বলেন, ‘শেখ হা‌সিনা সংস‌দে কোটা বাদ দি‌য়ে দি‌য়ে‌ছেন। অথচ এখনও প্রজ্ঞাপন জারি কর‌ছে না। প্রজ্ঞাপন জারি করতে কেন এত সময় লাগবে?’

সভায় জাতীয়তাবাদী স্বেচ্ছা‌সেবক দল সা‌বেক সহ-সভাপ‌তি আসাদুজ্জামান নেছার সভাপ‌তি‌ত্বে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ব‌বিদ্যাল‌য়ের সা‌বেক উপচার্য ড. এমাজ উদ্দিন আহ‌মেদ, দলের স্বেচ্ছা‌সেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, স্বেচ্ছা‌সেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জু‌য়েল প্রমুখ।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি