ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

যারা হলেন খুলনা সিটির কাউন্সিলর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৭, ১৬ মে ২০১৮

খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তালুকদার আবদুল খালেক মেয়রপদে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। এছাড়া ৩১টি ওয়ার্ডে কাউন্সিলর পদে বেরসকারিভাবে নির্বাচিতরা হলেন:
শেখ আব্দুর রাজ্জাক (১ নম্বর ওয়ার্ড), সাইফুল ইসলাম (২), আব্দুস সালাম (৩), কবির হোসেন মোল্লা কবু মোল্লা (৪), মোহাম্মদ আলী (৫),  শামসুদ্দিন আহমেদ প্রিন্স (৬), শেখ সেলিম আহমেদ পিন্টু (৭),  সাইদুর রহমান ডালিম (৮), লিটন (৯), কাজী তালাত হোসেন কাউট (১০), মুন্সী আব্দুল ওয়াদুদ (১১), মনিরুজ্জামান মনি (১২),  খুরশিদ আহমেদ টোনা (১৩),  মোশাররফ হোসেন (১৪),  আমিনুল ইসলাম মুন্না (১৫),  আনিসুর রহমান বিশ্বাস (১৬), হাফিজুর রহমান হাফিজ (১৭),  কামরুল ইসলাম মনি (১৮), আশফাকুর রহমান কাকন (১৯),  গাউসুল আজম (২০),শেখ সামুছুদ্দিন মিয়া স্বপন (২১),  আবুল কালাম আজাদ বিকু (২২), ইমাম হাসান চৌধুরী ময়না (২৩),  শমসের আলী মিন্টু (২৪), আলী আকবর টিপু (২৫), গোলাম মওলা শানু (২৬),  জেড এ মাহমুদ ডন (২৭), আজমল আহমেদ তপন (২৮),  ফকির সাইফুল ইসলাম (২৯),  এসএম মোজাফ্ফর রশিদী রেজা (৩০) এবং আরিফ হোসেন মিঠু (৩১)।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি