ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

কাদেরের দৃষ্টিতে খুলনায় নৌকায় জয়ের কারণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২১, ১৬ মে ২০১৮

সরকারের উন্নয়ন-অর্জনের কারণে খুলনা সিটি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আবদুল খালেকের জয় হয়েছে বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, সমুদ্র ও সীমান্ত বিজয় হয়েছে, পারমাণবিক ক্লাবে যোগ দেওয়া এবং স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণে ঐতিহাসিক সাফল্যের কারণে মানুষ নৌকার প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করেছেন।

গতকাল মঙ্গলবার রাতে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি জনগণের মতকে ভুলপথে চালিত করেছে। খুলনার এ নির্বাচন থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত।

ওবায়দুল কাদের বলেন, খুলনা সিটি নির্বাচনে ছাত্রলীগ-যুবলীগ দিয়ে কেন্দ্র দখলের কোনও ঘটনা ঘটেনি। এগুলো বিএনপির মনগড়া অভিযোগ। বিএনপির অহেতুক অভিযোগ বিষয়ে নির্বাচন কমিশন জবাব দিয়েছে।

তিনি বলেন, নির্বাচনে হেরে গিয়ে বিএনপি পাগল-উন্মাদের মতো মিথ্যাচার করছে। বিএনপির জন্য সামনে আরও বড় বড় হার অপেক্ষা করছে। খুলনা থেকে তাদের শিক্ষা নিতে হবে।

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি