ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

ভোট ডাকাতির নতুন সংস্করণ : মঞ্জু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৯, ১৬ মে ২০১৮

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, খুলনাবাসী নির্বাচন প্রত্যাখ্যান করেছে। এই নির্বাচন সর্বকালের ভোট ডাকাতির নতুন রূপ, নতুন সংস্করণ। নারী ভোট ডাকাত এখানে নতুন সংযোজন। ১০৫টি কেন্দ্রে ব্যালট ছিনিয়ে ভোট দেওয়া হয়েছে, ৪৫ টি কেন্দ্রে ভোটারদের আটকে দেওয়া হয়েছে। ভোট ডাকাতির অন্যতম দৃষ্টান্ত এটি। ভোট ডাকাতির এই নির্বাচনে জয়ী হয়েছে তালুকদার আবদুল খালেক।
আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে মহানগরীর কে ডি ঘোষ রোডে মহানগর বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে  নজরুল ইসলাম মঞ্জু এসব কথা বলেন। কেসিসি নির্বাচনের ফল ঘোষণার পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মঞ্জু বলেন, তালুকদার আব্দুল খালেকের পক্ষে বনদস্যু, জলদস্যু, সন্ত্রাসী সবাই প্রকাশ্যে কাজ করেছে। এই অবস্থায় দায়িত্ব নিয়ে তিনি কীভাবে খুলনা মহানগরীকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, ভূমিদস্যুমুক্ত  করবেন। আগামীতে খালেককে বোরকা পরে জনগণের সামনে বের হতে হবে, সেই পরিবেশই তিনি তৈরি করলেন।
নির্বাচনে জয়ী হওয়ার পর আওয়ামী লীগ নেতা তালুকদার আব্দুল খালেক বেলছিলেন, মঞ্জু তার ছোট ভাইয়ের মতো, তাকে পাশে নিয়েই তিনি কাজ করতে চান। এ বিষয়ে জানতে চাইলে মঞ্জু বলেন, প্রধান ভোট ডাকাত তিনি (খালেক)। তার পাশে থেকে সহযোগিতার কোনো মানসিকতাই আমার নেই। আমি এই প্রস্তাব প্রত্যাখ্যান করছি।
তিনি বলেন, এই নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনে সহায়ক না, যোগ্য না। বি‌জি‌বি, র‍্যাব ঘু‌মি‌য়ে ছিল। পু‌লিশ স‌ক্রিয় ছিল। সকাল থে‌কে রিটার্নিং অফিসার ফোন রি‌সিভ ক‌রেন‌নি। গতকা‌লের ভোট ডাকা‌তি প্রমাণ ক‌রে‌ছে সেনাবা‌হিনী ছাড়া নির্বাচন সম্ভব নয়।
মঞ্জু বলেন, এই শহরের মানুষ ভোটের দিন ভোট দিতে পারেনি। কেন্দ্রে গেলে বলা হয়েছে ব্যালট শেষ হয়ে গেছে। কারও কারও অঙ্গুলে কালি লাগিয়ে বলা হয়েছে বাড়ি চলে যান আপনার ভোট হয়ে গেছে। কারো হাত থেকে ব্যালট পেপার কেড়ে নিয়ে প্রকাশ্যে নৌকায় সিল মেরে বাক্সে ফেলা হয়েছে। যে শহরের মানুষ ভোট দিয়ে তাকে নির্বাচিত করেনি তিনি কীভাবে ওই ভোটারদের সামনে যাবেন। তিনি কীভাবে তাদের সামনে মুখ দেখাবেন।

সম্মেলনে অন্যান্যের মধ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, ২০ দলীয় জোটের সমন্বয়কারী ও প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাহারুজ্জামান মোর্ত্তজা প্রমুখ উপস্থিত ছিলেন।
মঙ্গলবার কেসিসিতে প্রথমবারের মতো দলীয় প্রতীকে হওয়া নির্বাচনে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুকে ৬৫ হাজার ৬০০ ভোটের ব্যবধানে হারিয়ে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক।
/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি