ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

আজ মেননের ৭৫তম জন্মদিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪২, ১৮ মে ২০১৮

আজ ১৮ মে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং বর্তমানে ১৪ দলীয় জোট সরকারের সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেননের ৭৫তম জন্মদিন। ১৯৪৩ এই দিনে বাবার কর্মস্থল ফরিদপুরে জন্মগ্রহণ করেন তিনি।

মেননের জন্মদিন উপলক্ষে দলীয় কার্যালয়ে আজ শুক্রবার সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত তাকে শুভেচ্ছা জানান পার্টির নেতাকর্মীরা। এ ছাড়া সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত বাংলাদেশ যুব মৈত্রী ও ছাত্র মৈত্রীর যৌথ আয়োজনে শুভেচ্ছা বিনিময় করার কথা রয়েছে।

রাশেদ খান মেনন বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান। তার পিতা মরহুম বিচারপতি আব্দুল জব্বার খান পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার ছিলেন। তার মাতা মরহুমা সালেহা খাতুন। পিতৃভূমি বরিশালের বাবুগঞ্জের বাহেরচর-ক্ষুদ্রকাঠি গ্রাম। ঢাকা কলেজিয়াট হাইস্কুল থেকে মেট্রিক ও ঢাকা কলেজ থেকে ইন্টামেডিয়েট পাশ করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগ থেকে বিএ (অনার্স) ও এমএ পাশ করেন।

তার স্ত্রী লুৎফুন্নেসা খান, মেয়ে ড. সুবর্ণা খান ও ছেলে আইনের ছাত্র আনিক রাশেদ খান। রাশেদ খান মেনন ষাটের দশকের তুখোড় ছাত্রনেতা। ১৯৬৩-৬৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও ১৯৬৪-৬৭ সালে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন।

১৯৭৯ সালে জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮২ সালে জেনারেল এরশাদ সামরিক শাসন জারি করলে রাশেদ খান মেনন সামরিক শাসনবিরোধী আন্দোলনে অন্যতম মুখ্য ভূমিকা পালন করেন। ১৯৯১-এর পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে রাশেদ খান মেনন পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালের ডিসেম্বর নির্বাচনে তিনি ১৪ দলের প্রার্থী হিসেবে ঢাকা-৮ নির্বাচনী এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি অন্তর্বর্তী সরকারের ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ছিলেন। ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে আবারও সংসদ সদস্য নির্বাচিত হন। পরে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি সমাজকল্যাণমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

ষাটের দশকের সামরিক শাসনবিরোধী ছাত্র আন্দোলন, শিক্ষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, একাত্তরের মুক্তিযুদ্ধ, নব্বইয়ের গণঅভ্যুত্থানসহ সব গণতান্ত্রিক আন্দোলনে তিনি অসামান্য ভূমিকা রেখেছেন।

তার প্রকাশিত গ্রন্থ হচ্ছে- রাজনীতি : রাশেদ খান মেননের রাজনৈতিক কলাম (১৯৯৮); রাজনীতির কথকতা (২০০০)।

একে// এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি