ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

‘সংসদকে প্রশ্নবিদ্ধ করতেই টিআইবির রিপোর্ট’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৬, ১৮ মে ২০১৮ | আপডেট: ১৪:৫৬, ১৮ মে ২০১৮

জাতীয় সংসদকে প্রশ্নবিদ্ধ করতেই টিআইবির রিপোর্ট প্রকাশ করা হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, এই কথা কথিত রিপোর্ট প্রকাশের কারণ হচ্ছে আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা।

আজ শুক্রবার দুপুরে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত এক সভার তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ‘পৃথিবীর সব সংসদেই সময় অপচয হয়। উনাদেরকে আরও একটু বেশি গবেষণা করতে হবে।’

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।

একে// এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি