ঢাকা, বুধবার   ০৩ জুলাই ২০২৪

‘জামিন দিলে মিষ্টি খান, স্থগিত করলে গালি দেন’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৭, ১ জুন ২০১৮ | আপডেট: ১৬:৩৩, ১ জুন ২০১৮

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন প্রসঙ্গে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অঙ্গ বিচার বিভাগ। এই বিচার বিভাগের কাছেই বিএনপি ধরনা দিয়েছিল, আদালত ও বিচারক পরিবর্তন করেছিল। পরবর্তী সময়ে তাদের পছন্দমতো বিচারপতির আদালতেই খালেদা জিয়ার দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়েছেন।’

আজ শুক্রবার বেলা ১১টায় কুষ্টিয়া সার্কিট হাউসে জাসদ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের সভাপতি আরো বলেন, ‘যখন বিচার বিভাগ খালেদা জিয়ার জামিন মঞ্জুর করেন, তখন তাঁরা (বিএনপি নেতারা) মিষ্টি খান। আর যখন জামিন স্থগিত করেন, তখন সরকারকে গালি দেন। এই দ্বৈত-নীতি গণতন্ত্রের জন্য ভালো খবর নয়। কার্যত বিএনপি আদালতের ধার ধারে না। বিএনপি দুর্নীতিবাজদের বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনার চক্রান্ত করছে।

এ সময় তিস্তা চুক্তি প্রসঙ্গে হাসানুল হক ইনু বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিস্তার পানি চুক্তি করবেন বলে অঙ্গীকার করেছেন আর আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অঙ্গীকার আদায় করতে সক্ষম হয়েছেন।’‘আমাদের প্রধানমন্ত্রী প্রতিবেশীকে বন্ধু হিসেবে দেখেন এবং আলোচনার টেবিলে সমস্যা সমাধান করেন। বন্ধুত্ব বিতরণে কোনো কার্পণ্য করেন না। কিন্তু দ্বিপক্ষীয় সমস্যা সমাধানে আমরা সব সময় উদ্যোগী আছি এবং থাকব।’

তথ্যমন্ত্রী বলেন, ‘শত্রু শত্রু খেলার দৃষ্টিভঙ্গি থেকে ভারত-বাংলাদেশ সম্পর্ককে মূল্যায়ন করা ঠিক না। অতীতে বিএনপি এবং সামরিক সরকারের মতন যারা ভারতকে শত্রুর পর্যায়ে রেখে বাংলাদেশের মাটি জঙ্গি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ব্যবহার করার চেষ্টা করেছিল, সেই চক্রান্তটা বাংলাদেশের জন্য আত্মঘাতী। সুতরাং সেই আত্মঘাতী পররাষ্ট্রনীতি থেকে বাংলাদেশ বেরিয়ে এসেছে এবং এখন একটা সুসস্পর্কের সুবাতাস আমাদের দুই দেশের মধ্যে বইতে শুরু করেছে। বাকি সমস্যাগুলো আমাদের প্রধানমন্ত্রী সমাধান করতে সক্ষম হবেন।’

এ সময় কুষ্টিয়ার অতিরিক্ত জেলা হাকিম মোস্তাক আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার নূরানী ফেরদৌস দিশা, কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলীসহ জাসদ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  টিআর


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি