ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪

ক্ষমতার জন্য রাজনীতি করেন নি মওলানা ভাসানী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৪, ২৫ জুলাই ২০১৮

রাজনীতি ক্ষমতার জন্য নয়। এ ব্রত নিয়েই রাজনীতি করেছিলেন মওলানা ভাসানী। তিনি চাইলে কেন্দ্রীয় মন্ত্রী হতে পারতেন। কিন্তু দু:খের বিষয়,  মাওলানা ভাসানীর সঙ্গে যারা রাজনীতি করেছিলেন তারা কম বেশী সকলেই পরবর্তীতে হালুয়া রুটির রাজনীতি করেছেন।

বুধবার "মওলানা ভাসানী ঐক্যজোটের প্রতিনিধি সম্মেলন উপলক্ষে আলোচনা সভা" শীর্ষক এক অনুষ্ঠাণে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।

তিনি বলেন, আজকে যারা বিএনপি`র বড় বড় নেতা তারা কম বেশী অনেকেই ভাসানীর অনুসারী ছিলেন। কিন্তু জিয়াউর রহমানের আমলে, এরশাদের আমলে ও খালেদা জিয়ার আমলে সকলে আদর্শচ্যুত হয়েছেন।

জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি বঙ্গদ্বীপ এমএ ভাসানী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. বদিউল আলম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা।

/আ আ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি