ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪

তিন পৌরসভায় আ’লীগের জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০০, ২৬ জুলাই ২০১৮

নারায়ণগঞ্জের আড়াইহাজার ও গোপালদী এবং কক্সবাজার পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের তিন প্রার্থী জয়ী হয়েছেন। ওই তিনটি পৌরসভায় নির্বাচন শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে আড়াইহাজার পৌরসভায় সুন্দর আলী, গোপালদীতে এম এ হালিম সিকদার ও কক্সবাজার পৌরসভায় মুজিবুর রহমান জয়ী হয়েছেন।
আড়াইহাজার পৌরসভার নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফয়সাল কাদের জানান, বেসরকারি ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী সুন্দর আলী মিয়া নৌকা প্রতীক নিয়ে ১৩ হাজার ৪৩২ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত মেয়র প্রার্থী পারভীন আক্তার ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন দুই হাজার ৩০৮ ভোট।
অপরদিকে গোপালদী পৌরসভার নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শফিকুর রহমান জানান, বেসরকারি ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী এম এ হালিম শিকদার নৌকা প্রতীক নিয়ে ১৬ হাজার ৪৩৭ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মুসফিকুর রহমান মিলন ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন দুই হাজার ৭২৭ ভোট।
কক্সবাজার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুজিবুর রহমান নৌকা প্রতীক নিয়ে ৪১ হাজার ২৭২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৯ হাজার ৯৮০ ভোট। নাগরিক কমিটির প্রার্থী সরওয়ার কামাল নারিকেল গাছ প্রতীক নিয়ে পেয়েছেন তিন হাজার ৪৬৪ ভোট।
বুধবার রাতে জেলা নির্বাচন কর্মকর্তা ও পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোজাম্মেল হক ফলাফল ঘোষণা করেন। সেখানে মুজিবুর রহমানকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।
এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি