ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪

নির্বাচনে ভুল করলে জঙ্গিবাদের উত্থান হবে: নাসিম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৪, ২৭ জুলাই ২০১৮

আগামী নির্বাচনে ভুল করা যাবে না। ভুল করলে বাঙালি জতীয়তাবাদ ধ্বংস হবে, দেশ আবার পিছিয়ে যাবে, জঙ্গিবাদের উত্থান হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। শুক্রবার দুপুরে সিরাজগঞ্জের কাজিপুরে স্বেচ্ছাসেবক লীগের ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

স্বেচ্চাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে উদ্বোধন করে তিনি বলেন, আজকের এই দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় জন্ম গ্রহণ করেছেন। শুভ এই জন্মদিন উপলক্ষে কাজিপুর ও সিরাজগঞ্জবাসীর পক্ষ থেকে সজীব ওয়াজেদ জয়কে শুভেচছা জানাচ্ছি।  

নাসিম বলেন, শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন বলে  ঘাতকদের বিচার হয়েছে, জাতির জনকসহ জাতীয় চার নেতাকে হত্যাকারীদের বিচার হয়েছে এবং জঙ্গি দমন হয়েছে।

এ সময় কাজিপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সেলিম রেজার সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র হাজী নিজাম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সম্পাদক সাধারণ সম্পাদক জেহাদুল ইসলাম, যুবলীগের বিপ্লব সরকার, আলী আসলম প্রমুখ বক্তব্য  দেন।

 এমএইচ/ এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি