ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪

নালিশের সংস্কৃতি থেকে বিএনপির বেরিয়ে আসা উচিত: কাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০১, ২৯ জুলাই ২০১৮

তিন সিটি নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন ভালোই হবে। বিএনপি হারলে বিএনপি নালিশ করবে। এতেই তারা সীমাবদ্ধ। তাদের এই সংস্কৃতি থেকে বের হওয়া দরকার। নালিশ না করে ভুলগুলো দেখাক, মানসিকতা ইতিবাচক করুক।

আজ রোববার সকালে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় তিনি এসব কথা বলেন।

আগামীকাল সোমবার রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তিন সিটির নির্বাচনে অন্যান্য দলের পাশাপাশি অংশ নিচ্ছে বিএনপিও। এতে দলগুলোর অংশ নেওয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকবে। এই স্পিরিট ইতিবাচক।

ওবায়দুল কাদের বিএনপির সঙ্গে ফোনে সম্ভাব্য সংলাপ বিষয়ে বলেন, বিএনপির সঙ্গে টেলিফোনে কথা হবে ঠিক আছে। কিন্তু শর্ত কেন? সৈয়দপুর বিমানবন্দরে মির্জা ফখরুলের সঙ্গে আলাপচারিতা প্রসঙ্গে তিনি বলেন, সৈয়দপুরে তো আমি নিজে থেকেই দেখা করলাম। আমি কল দিলে তিনি কথা বলবেন, এমন কেন? এভাবে আচরণ করলে দ্বার বন্ধ হবে।

/ এআর /


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি