ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

জিয়া পরিবারের মুখোশ উন্মোচন করতে হবে: তথ্যমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪১, ১৭ আগস্ট ২০১৮

বাংলাদেশকে রক্ষা করতে হলে জিয়া পরিবারের মুখোশ উন্মোচন করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, দেশকে জঙ্গি-সন্ত্রাস-সংঘাতমুক্ত করতে হলে জিয়া পরিবারের দুষ্কর্মের মুখোশ উন্মোচন করা সবারই কর্তব্য। আর এটা জরুরি হয়ে পড়েছে বলে মনে করেন ইনু।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া সার্কিট হাউসে জাসদ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি হচ্ছে সেই দল যারা পচাত্তরের পরে বঙ্গবন্ধু হত্যার অপরাজনীতি বহন করছে। তাই বাংলাদেশ নিয়মতান্ত্রিক পথে রাখতে হলে বঙ্গবন্ধু হত্যার অপরাজনীতির বাহকদেরও শায়েস্তা করতে হবে।

তিনি বলেন, বিএনপি নেতৃবৃন্দ আমার সমালোচনার মধ্য দিয়ে কার্যত জিয়া, খালেদা ও তারেকের দুষ্কর্ম আড়াল করার চিন্তা করছেন।

এ সময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা প্রশাসক আসলাম হোসেন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপন ও বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি