ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

‘করোনা জয় করে কাঙ্ক্ষিত উন্নয়নের পথে এগিয়ে যাবে বাংলাদেশ’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৪, ২৪ মে ২০২০

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অতীতে বাংলাদেশ যেভাবে সংকট পেরিয়ে আশার সুবর্ণ প্রদীপ জ্বালিয়েছে ঠিক তেমনি করোনা সংকট জয় করে আবারও নবউদ্যমে বাংলাদেশ কাঙিক্ষত উন্নয়নের পথে এগিয়ে যাবে।

আজ রবিবার সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এ মন্তব্য করেন ওবায়দুল কাদের।

স্বাস্থ্যবিধি মেনে দেশবাসীকে ঈদ পালনের আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বৈশ্বিক মহামারি করোনা সংকটে আক্রান্ত বিশ্ব। এই সংকটে সুনিশ্চিত ও নিরাপদ ভবিষ্যতের স্বার্থে জনসমাগম এড়িয়ে স্বাস্থ্যবিধি মেনে নিজ নিজ অবস্থান থেকে ঈদ উদযাপন করুন।

করোনা সংকটে সবাইকে সাহস ও মনোবল নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ও মানবিক নেতৃত্বে অতীতের মতো এবারও সংকটের সাগর পেরিয়ে তীরে পৌঁছাবো ইনশাআল্লাহ।

ব্রিফিয়ে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি