ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

মন্ত্রী বীর বাহাদুর করোনায় আক্রান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৭, ৭ জুন ২০২০

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। শনিবার রাতে বান্দরবানের সিভিল সার্জন ডা. অংসুইপ্রু মারমা বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে কয়েকজন সংসদ সদস্যের সংক্রমণ ধরা পড়লেও কোনো মন্ত্রীর আক্রান্ত হওয়ার খবর এটাই প্রথম।

সিভিল সার্জন ডা. অংসুইপ্রু মারমা বলেন, ‘বান্দরবান থেকে যাদের নমুনা পরীক্ষার জন্য কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়েছিল, শনিবার রাতে তাদের মধ্যে ৯ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। মন্ত্রী বীর বাহাদুর তাদের একজন।’

তিনি আরো বলেন,‘ কয়েক দিন আগে মন্ত্রী শ্বাসকষ্টে ভুগছিলেন। তার ডায়বেটিসও রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে হেলিকপ্টারে ঢাকার সিএমএইচে নিয়ে যাওয়ার কথা রয়েছে।’
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি