ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

করোনা পরীক্ষার পর ধর্ম প্রতিমন্ত্রীর দাফন বিষয়ে সিদ্ধান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৯, ১৪ জুন ২০২০

ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহর দাফন বিষয়ে সিদ্ধান্ত হবে আজ। করোনা পরীক্ষার ফলাফল পাওয়ার পর তার দাফন বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। 

শনিবার রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যু হয়। এ খবর পেয়ে সিএমএইচে ছুটে যান আওয়ামী লীগের নেতাসহ সরকারের দায়িত্বশীলরা। 

শনিবার রাতে দাফনের বিষয়ে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সিএমএইচ থেকে বলেন, ‘ওনার করোনা ভাইরাসের নমুনা নেয়া হয়েছে। সকাল ১১টায় রিপোর্ট আসবে। এরপর পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।’

প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব নাজমুল হক সৈকত জানান, শনিবার রাতে বাসায় অসুস্থ হয়ে পড়েন শেখ মোহাম্মদ আবদুল্লাহ। রাত সাড়ে ১০টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হয় এবং তাকে আইসিইউতে ভর্তি করা হয়। পরে ১১টা ৪৫ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আনোয়ার হোসাইন জানান, আমরা ধারণা করছি তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। 

তবে তিনি আগে থেকেই ডায়াবেটিসসহ নানা রোগে আক্রান্ত ছিলেন বলে আনোয়ার হোসেন জানান।

উল্লেখ্য, শেখ মো. আবদুল্লাহ ১৯৪৫ সালের ৮ সেপ্টেম্বর গোপালগঞ্জ জেলার মধুমতী নদীর তীরবর্তী কেকানিয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

২০১৯ সালের ৭ জানুয়ারি ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি