ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

মা-বাবার পাশে সমাহিত হবেন কামরান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৪, ১৫ জুন ২০২০

সিলেটে পৌঁছেছে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের মরদেহ।

সোমবার (১৫ জুন) দুপুর ১২টা ১০মিনিটে তার মরদেহবাহী অ্যাম্বুলেন্স সিলেটের প্রবেশদ্বার চন্ডিপুল অতিক্রম করে।

সেখানে আগে থেকেই উপস্থিতি ছিলেন সিলেট সিটি করপোরেশনের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী। অ্যাম্বুলেন্স পৌঁছতেই তিনি মরদেহ গ্রহণ করে সংশ্লিষ্ট জায়গায় নিয়ে আসেন।

এর আগে সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে সিলেটের উদ্দেশে রওনা দেয় অ্যাম্বুলেন্সটি। স্বাস্থ্যবিধি মেনে তার জানাজা কখন হবে এখনও নির্দিষ্ট হয়নি। তবে তার বাবা-মায়ের কবরের পাশে মানিকপুরে তাকে দাফন করা হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, রবিবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বদরউদ্দিন আহমদ কামরান ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি