ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

করোনায় আক্রান্ত বিএনপি নেতা আশফাক

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ১৪:২৬, ১৯ জুন ২০২০

Ekushey Television Ltd.

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ঢাকার নবাবগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান খন্দকার আবু আশফাক। বৃহস্পতিবার (১৮ জুন) রাতে ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেন তিনি নিজেই।

নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হওয়ার বিষয়টি জানিয়ে আশফাক লিখেন, ‘সকল প্রশংসা আল্লাহ তায়ালার। অত্যন্ত দুঃখের বিষয়ে বিশ্বব্যাপী করোনা মহামারির মতো কোভিড-১৯ ভাইরাস দ্বারা আমি আক্রান্ত হয়েছি। আমার বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, শুভাকাঙ্খী ও বাংলাদেশে অবস্থিত ভাই-বোনেরা ও বাংলাদেশি নাগরিকগণ পৃথিবীর যে যেই প্রান্তে আছেন, সকলে আমার জন্য দোয়া করবেন।’

আশফাক লিখেন, ‘আমি অসুস্থ থাকার কারণে মোবাইল ব্যবহার করতে পারছি না, তাই কারো সাথে যোগাযোগ না করতে পারার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা সতর্ক হোন, সাবধানে থাকুন ও নিরাপদে থাকুন। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন।’

এদিকে তার করোনাক্রান্তের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান। 

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি