ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মারা গেছেন বিএনপির সাবেক মন্ত্রী গিয়াস উদ্দিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০১, ৪ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

সাবেক মন্ত্রী ও শরীয়তপুর জেলা বিএনপির সাবেক সভাপতি এটিএম গিয়াস উদ্দিন মারা গেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)।

তিনি শুক্রবার রাত ১০টা ৪০ মিনিটে ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গিয়াস উদ্দিন করোনা আক্রান্ত ছিলেন। কিন্তু গত এক সপ্তাহ আগে পরীক্ষায় করোনা নেগেটিভ আসে। এরপর
গতকাল রাতে গ্রিন লাইফ হাসপাতালে মারা যান।

শ্যামা ওবায়েদ আরও বলেন, শনিবার বাদ জোহর জানাজা শেষে মোহাম্মদপুরের একটি কবরস্থানে তাকে দাফন করা হবে।

এদিকে এটিএম গিয়াস উদ্দিনের মৃত্যুতে দলের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে। 
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি