ঢাকা, মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫

ঢাকায় আইপিইউ সম্মেলনকে প্রহসন মনে করে বিএনপি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৪, ৫ এপ্রিল ২০১৭

ঢাকায় আইপিইউ সম্মেলনকে প্রহসন মনে করে বিএনপি। কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, দেশে যখন জনগনের ভোটাধিকার নেই, সেখানে এ ধরনের আয়োজন গ্রহণযোগ্য নয়। আইপিইউ সম্মেলনের অতিথিদেরকে নিজ নিজ দেশে ফিরে বাংলাদেশের গনতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা পালনের আহবান জানান বিএনপি নেতা ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার।

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে রোববার রাতে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি আইপিইউ সম্মেলন নিয়েও আলোচনা হয়।

বৈঠকের সিদ্ধান্ত জানাতেই কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করে বিএনপি। দলের মহাসচিব বলেন, দেশে যখন মানবাধিকার নেই তখন সংসদীয় সম্মেলন শুধুই লোক দেখানো আনুষ্ঠানিকতা। তবে আগত অতিথিদের তিনি অভিবাদন জানান।

সংবাদ সম্মেলনে সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দীন সরকার বলেন এই সম্মেলনে বাংলাদেশের জনগণের কোনো প্রকৃত প্রতিনিধিত্ব নেই।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি