ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগের সভাপতি আজহারুল, সম্পাদক নূর মোহাম্মদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৭, ২২ জুলাই ২০২০ | আপডেট: ১৬:৪৯, ২২ জুলাই ২০২০

বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগের নতুন কমিটি গঠন

বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগের নতুন কমিটি গঠন

Ekushey Television Ltd.

বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। 

বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে হাজী আজহারুল ইসলামকে সভাপতি ও ইঞ্জি: নূর মোহাম্মদ হৃদয়কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। আগামী ৩ বছর এ কমিটি দায়িত্ব পালন করবেন। 

কমিটি ঘোষণা ও সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগের সমন্বয়কারী রহমত উল্লাহ সরকার লিখন। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি হাজী আজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক ইঞ্জি: নূর মোহাম্মদ হৃদয়, সহ সভাপতি মোসা: আঙ্গুরা বেগমসহ জেলার নেতৃবৃন্দ। 

প্রসঙ্গত, বর্তমান কেন্দ্রীয় কমিটি শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন এবং সংগঠনের জেলা কমিটির অনুমোদন দিবেন।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি