ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪

খালেদা জিয়ার সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩০, ১৮ এপ্রিল ২০১৭ | আপডেট: ২০:০৬, ১৮ এপ্রিল ২০১৭

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল ব্লিকেন।

মঙ্গলবার বিকেলে চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে নরওয়ের রাষ্ট্রদূত ব্লিকেন সঙ্গে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন। এ’সময় তারা দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। বর্তমান রাজনীতি ও চলমান নানা সমস্যা নিয়েও কথা বলেন তারা। আলোচনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি