ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

শেখ কামালের জন্মদিনে স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা নিবেদন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৬, ৫ আগস্ট ২০২০ | আপডেট: ১৪:৪৮, ৫ আগস্ট ২০২০

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা, আবাহনী ও স্পন্দন শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭১তম জন্মদিন আজ। এ উপলক্ষে তাঁর প্রতিকৃতি ও সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা।

বুধবার (৫ আগস্ট) সকাল আটটায় ধানমন্ডিতে আবাহনী লিঃ এর সামনে স্থাপিত শেখ কামালের প্রতিকৃতিতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু’র নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা ম. আবদুর রাজ্জাক, নির্মল চ্যাটার্জি, তাপস পাল, আবদুল আলিম, খায়রুল হাসান জুয়েল, আরিফুল ইসলাম টিটু, কৃষিবিদ মাহবুবুল হাসান, আব্দুল্লাহ আল সায়েম, আনোয়ারুল আজিম সাদেক প্রমুখ।
এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি