ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

শেখ কামালের জন্মদিনে আওয়ামী যুবলীগের দোয়া মাহফিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৭, ৫ আগস্ট ২০২০

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে আওয়ামী যুবলীগ কর্তৃক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় যুবলীগের কার্যালয় প্রাঙ্গনে এ দোয়া মাহফিল আয়ােজন করা হয়। এ সময় দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিল।

এ সময়ে আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবলীগের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক সুব্রত পাল, সাবেক সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বদি, ফজলুল হক আতিক সহ ঢাকা মহানগর যুবলীগ উত্তর এর ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মো: ইসমাইল হোসেন, দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনউদ্দিন রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা সহ কেন্দ্রীয়, মহানগরের নেতৃবৃন্দ। 
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি