ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শহীদ কুদ্দুস পাটওয়ারী পরিবারের সঙ্গে স্বেচ্ছাসেবক লীগের সাক্ষাৎ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৩, ২২ আগস্ট ২০২০ | আপডেট: ১৫:৫৪, ২২ আগস্ট ২০২০

শহীদ কুদ্দুস পাটওয়ারী পরিবারের সঙ্গে স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ

শহীদ কুদ্দুস পাটওয়ারী পরিবারের সঙ্গে স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ

Ekushey Television Ltd.

ইতিহাসের বর্বোরোচিত ২১ শে আগষ্ট গ্রেনেড হামলায় নিহত স্বেচ্ছাসেবক লীগ নেতা শহীদ কুদ্দুস পাটওয়ারীর পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

গতকাল শুক্রবার স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবুর নেতৃত্বে শহীদ কুদ্দুস পাটওয়ারীর পরিবারের সদস্যদের সাক্ষাৎ ও কুশলাদি বিনিময় করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা মোবাশ্বের চৌধুরী, আবু তাহের, আব্দুল্লাহ আল সায়েম, আনোয়ারুল আজিম সাদেক, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামরুল হাসান রিপনসহ কেন্দ্রীয়, মহানগর ও স্থানীয় নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, ২০০৪ সালের ২১ শে আগষ্ট ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে বিএনপি-জামাত জোট সরকারের পৃষ্ঠপোষকতায় বর্বোরোচিত গ্রেনেড হামলায় নিহত হন স্বেচ্ছাসেবক লীগ নেতা শহীদ কুদ্দুস পাটওয়ারী।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি