ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

আইভি রহমানের সমাধিতে স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৬, ২৪ আগস্ট ২০২০

সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিণী ও আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক শহীদ আইভি রহমানের সমাধীতে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

সোমবার সকালে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু’র নেতৃত্বে সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। 

নৃশংস বর্বোরচিত গ্রেনেড হামলার সাথে জড়িত অভিযুক্ত সকল অপরাধীর দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ।

সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু বলেন, ২১ আগস্ট গ্রেনেড হত্যার বিচারের রায় হলেও এখনও বাস্তবায়ন হয়নি। আসামিরা উচ্চ আদালতে আপিল করেছে। 

বিচারের রায় বাস্তবায়ন হলেই আইভি রহমানের আত্মার শান্তি হবে বলে মনে করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা গাজী মেজবাহুল হোসেন সাচ্চু, মজিবুর রহমান স্বপন, আব্দুল আলিম বেপারী, কাজী শাহানারা ইয়াসমিন, আবু তাহের, আশীষ মজুমদার, নাফিউল করিম নাফা, আব্দুল্লাহ আল সায়েম, শাহ জালাল মুকুল, লিটন, হেলাল, টিংকু, ফায়সাল, টুনি, গোলাম রাব্বানীসহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।

এমবি//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি