ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

তিন আসনে জাপার মনোনয়ন বিতরণ শুরু আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৬, ২৫ আগস্ট ২০২০ | আপডেট: ০৮:৫৭, ২৫ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

ঢাকা-৫, নওগাঁ-৬ ও পাবনা-৪ আসনের আগ্রহী প্রার্থীদের মাঝে মনোনয়ন ফরম বিতরণ করবে জাতীয় পার্টি (জাপা)। জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয় থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ করা হবে।

আজ থেকে এ তিনটি আসনের জন্য মনোনয়ন ফরম বিতরণ করবে জাপা। পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২৯ আগস্ট পর্যন্ত প্রার্থীদের পূরণকৃত মনোনয়ন ফরম জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে গ্রহণ করা হবে। 

এতে বলা হয়, পাবনা-৪ আসনের প্রার্থীদের ৩১ আগস্ট বেলা ১১টায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে সাক্ষাৎকার গ্রহণ করা হবে। আগ্রহী প্রার্থীকে জাতীয় পরিচয়পত্র নিয়ে আসা ও দলীয় প্রার্থীদের স্বাস্থ্যবিধি মেনে এবং লোকসমাগম না করে মনোনয়ন ফরম গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপনির্বাচনে আগ্রহী প্রার্থীদের মাঝেও আজ ২৫ আগস্ট থেকে মনোনয়নপত্র বিতরণ করা হবে। ঢাকা-৫ ও নাওগাঁ-৬ আসনের তফসিল ঘোষণা হলেই এ আসনে আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণের তারিখ জানিয়ে দেওয়া হবে।
এসে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি