ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

এতিমদের সঙ্গে স্বেচ্ছাসেবক লীগ সম্পাদকের মধ্যাহ্ন ভোজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৬, ২৮ আগস্ট ২০২০

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ ও ২১ আগস্টে নিহত সকল শহীদদের স্মরণে ময়মনসিংহে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। 

এছাড়া এদিন স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবুর বাবা মরহুম আলহাজ্ব মো. মতিউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় এতিমদের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।

গতকাল বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ মহানগরস্থ বায়তুন নাজাত লীল গিয়াস ওয়ান নাজিম জামে মসজিদ মাদ্রাসা ও এতিমখানায় আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু। পরে বৃক্ষরোপণ ও এতিমদের সাথে মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করেন তিনি। 

এ সময় আরও উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রেজাউল হাসান বাবু, মহানগর আওয়ামী লীগ সদস্য মো. শরাফ উদ্দিন বায়েজিদ, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাহাত খান, ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি অ্যাড. নুরুজ্জামান খোকন, মহানগর স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক মোফাখখার খোকনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এআই/এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি