ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

আজ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩০, ৩০ আগস্ট ২০২০

ঢাকার দুটিসহ ৫টি সংসদীয় আসনে উপনির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে আজ মনোনয়ন বোর্ডের সভা ডেকেছে বাংলাদেশ আওয়ামী লীগ।

রোববার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে। এই মনোনয়ন বোর্ডের সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত ১৭ আগস্ট থেকে ২৩ আগস্ট পর্যন্ত শূন্য হওয়া পাঁচটি সংসদীয় আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিতরণ করে আওয়ামী লীগ। আসনগুলো হলো নওগাঁ-০৬, সিরাজগঞ্জ-০১, পাবনা-০৪, ঢাকা-০৫ ও ঢাকা-১৮।

পাঁচটি সংসদীয় আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চান মোট ১৪১ জন। এর মধ্যে ঢাকা-১৮ আসনেই মনোনয়নপ্রত্যাশী ৫৬ জন। ঢাকা-৫ আসনে মনোনয়নপ্রত্যাশী ২০ জন। 

জানা যায়, পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র তুলেছেন মোট ২৮ জন। এছাড়া নওগাঁ-৬ আসন থেকে ৩৪ জন এবং সিরাজগঞ্জ-১ আসন থেকে ৩ জন মনোনয়নপত্র কিনেছেন।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি